রানের খরায় ভুগছিলেন লিটন কুমার দাস। নিজেকে যেন মেলে ধরতে পারছিলেন না।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে নিজের নামের মর্যাদা রাখতে ব্যর্থ হচ্ছিলেন বারবার।
অবশেষে রানের খাতা খুললেন লিটন। দুর্দান্ত ইনিংস খেলে দলকে জিতিয়ে ম্যাচসেরা হয়েছেন
তিনি।
প্রতিপক্ষ ব্রাম্পটন উলভসের দেওয়া ১২৯ রানের লক্ষ্য তারা করতে নেমে ১১ বল
হাতে রেখেই জয় পায় সারে জাগুয়ার্স। এ রান করতে গিয়ে ৪ উইকেট খোয়ায় লিটনের দল। ফলে ৬
উইকেটের বিশাল জয় পায় তার দল। আর অর্ধশতক হাকিয়ে ম্যাচসেরা হন লিটন।
মঙ্গলবার (১ আগস্ট) শুরুতে ব্যাট করে ৯ উইকেটে ১২৮ রান করে ব্রাম্পটন। দলের
পক্ষে সর্বোচ্চ রান করেন কলিন ডি গ্রান্ডহোম। ই কিউইর ব্যাট থেকে ৩৪ বলে আসে ৩৪ রান।
বাকিদের মধ্যে অ্যারন জনসন, মার্ক চাপম্যান ও নিতিশ কুমার তুলেন ১৪ করে। উসমান খান
করেন ১৩।
সারের হয়ে ২টি করে উইকেট পান আম্মার খালিদ, ম্যাথিও ফোর্দে ও আয়ান খান।
একটি করে উইকেট নেন স্পেন্সার জনসন ও ইফতিখার আহমেদ।
রান তাড়া করতে নেমে ১৪ রানে প্রথম উইকেট হারায় তারা। এরপর লিটন ক্রিজে আসেন।
মোহাম্মদ হারিস দলীয় ১৬ ও পরগাত সিং ব্যক্তিগত শূন্য রানে আউট হলে ইফতিখারের সঙ্গে
১০৪ রানের জুটি গড়েন লিটন। অর্ধশতক পূর্ণ করা লিটন শেষ পর্যন্ত থামেন ৫৯ রানে। ৪৫ বলে
৩টি করে চার ও ছয়ের মারে এ রান করেন তিনি।
আরআই