একমাসের বেশি সময় পার হয়ে গেছে হজ শেষ হয়েছে। এখনও হজ থেকে ফিরছেন হাজীরা।
এ পর্যন্ত মোট ৩০৯টি ফিরতি হজ ফ্লাইটে ১ লাখ ১৪ হাজার ১৮ জন হাজি দেশে ফিরেছেন। হজ
অফিসের এক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ বিমানের মোট ১৫৩টি ও সৌদি এয়ারলাইন্সের ১০৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের
৪৭টি বিমানে এসব হাজিরা দেশে ফিরেছেন। ২ জুলাই থেকে ফিরতি ফ্লাইটে দেশে ফিরতে শুরু
করেন হাজিরা। আজ ২ আগস্ট ফিরতি হজের সর্বশেষ ফ্লাইট আসার কথা রয়েছে।
চলতি বছর ৩২৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ মোট
১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ যাত্রী সৌদি আরব যান।
হজে গিয়ে চলতি বছর ১১৯ জন মারা গেছেন। তাদের মধ্যে নারী ২৭ জন। মক্কায় ৯৫
জন, মদিনায় ১০ জন, জেদ্দায় ২ জন, মিনায় ৯ জন,
আরাফায় ২ জন এবং মুজদালিফায় ১ জন ইন্তেকাল করেন।
আরআই