মন্তব্য
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রী জোবায়দা
রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার রায় হবে আজ বুধবার।
২০০৭ সালে মামলাটি দায়ের করে দুদক।
যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক
মো. আসাদুজ্জামান গত বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন।
সন্দেহাতীতভাবে তারেক-জোবায়দার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়েছে বলে জানিয়েছেন
দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল। তিনি বলেন, তাদের অবৈধ সম্পদ অর্জন এবং
সম্পদের তথ্য গোপন করার জন্য সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত।
উল্লেখ্য অবৈধ সম্পদ অর্জন এবং এর তথ্য গোপন করার জন্য আইনে যথাক্রমে সর্বোচ্চ
১০ বছর ও ৩ বছরের সাজার বিধান রয়েছে।
আরআই