৬পা বিশিষ্ট বাছুর ভূমিষ্ঠ!

নীলফামারী প্রতিনিধি
০২ অগাস্ট ২০২৩

নীলফামারীর ডোমারে পা বিশিষ্ট একটা বাছুরের জন্ম হয়েছে।  মঙ্গলবার (০১ আগষ্ট) সকালে উপজেলার বামুনিয়া কাচারী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বামুনিয়া কাচারী এলাকায় মনছুর মিস্ত্রী (৭০)-এর বাড়িতে তার একটা গাভির পেট থেকে বাছুরটি ভূমিষ্ঠ হয়। স্বাভাবিক চারটি পা থাকলেও বাছুরটির ঘাড়ের কাছে অতিরিক্ত ২টি পা রয়েছে। বাছুরটির মলদ্বারও ছিল না। ১ বছর ধরে গাভীটি লালন-পালন করছেন বলে জানিয়েছেন মনছুর আলী।

এদিকে বিরল এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়ছে। বাছুরটিকে এক নজর দেখতে উৎসুক জনতা গরুর মালিকের বাড়িতে ভিড় করছেন। 

মনছুর আলী জানান, বাছুরটি ডোমার উপজেলা প্রাণী সম্পদ দফতরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক সার্জারির মাধ্যমে মলের পথটি খুলে দেন।

ডোমার উপজেলা প্রাণিসম্পদের উপ-সহকারী কর্মাকর্তা (সম্প্রসারণ) মো. মোমিনুর রহমান জানান, এটা একটি জন্মগত ত্রুটি। শারীরিকভাবে বাছুরটি সুস্থ আছে। বাছুরটির অতিরিক্ত পা দুটি তেমন কোনো সমস্যা না।

 

বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর