চাটমোহরে আরও ৭৮ গৃহহীন ও ভূমিহীন পরিবার পাচ্ছে দলিলসহ গৃহ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
০২ অগাস্ট ২০২৩

সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় পাবনার চাটমোহরের আরও ৭৮ গৃহহীন ভূমিহীন পরিবারকে জমির দলিলসহ ঘর দেওয়া হবে। ৯ আগস্ট  আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ঘরের চাবিসহ দলিল হস্তান্তর করা হবে। এর আগে ১৯৮ পরিবারকে দলিলসহ ঘর দেওয়া হয়েছে।

মঙ্গলবার ( আগস্ট) বিকালে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেদুয়ানুল হালিম। উপজেলা পরিষদ সভা কক্ষে প্রেস ব্রিফিংটি হয়।

প্রেস ব্রিফিংয়ে দেওয়া তথ্যানুযায়ী, আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ৪র্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে জমির দলিলসহ এ ঘর দেওয়া হচ্ছে। এর আগে  প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায় মিলে ১৯৮ পরিবারকে দলিলসহ ঘর দেওয়া হয়েছে।

৯ আগস্ট ঘরের চাবিসহ দলিল হস্তান্তর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। চাটমোহরের পাশাপাশি সারা দেশে এদিন প্রকল্পটির চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপের ঘর হস্তান্তর করা হবে।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, চতুর্থ পর্যায়ের ৭৮ টি পরিবারের মধ্যে ইউনিয়ন ভিত্তিক ছাইকোলায় ৩৫টি, মুলগ্রামে ২৩টি, হরিপুরে ১০টি, ডিবিগ্রামে ৩টি, মথুরাপুরে ১টি ও ফৈলজানায় ৬টি রয়েছে।

প্রেস ব্রিফিংকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছা. তানজিনা খাতুন উপস্থিত ছিলেন।

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর