তিস্তার পানি পেতে ধৈর্য ধরতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এ পানি পাওয়া যাবে।
বুধবার (২ আগস্ট) রংপুর জিলা স্কুল মাঠে এক জনসভায় এ আশ্বাস দেন। জেলা ও মহানগর আওয়ামী লীগ বিভাগীয় এ জনসভার আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, ‘…যার নেতৃত্বে গঙ্গার পানি পেয়েছেন, তার নেতৃত্বেই তিস্তার পানিও পাবেন। ধৈর্য ধরেন।’
তার আগে জনসভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়ন করলে কর্মসংস্থান হবে অনেক মানুষের।
ওবায়দুল কাদের তার বক্তব্যে বিএনপির সমালোচনা করেন। দলটির কোমর ভেঙে গেছে উল্লেখ করে জানান, খাদে পড়া দলের দফা বাস্তবায়ন হবে না।
বিএনপির নেতা কে? সে প্রশ্নও তোলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, আমাদের নির্বাচনের নেতা, আন্দোলনের নেতাও শেখ হাসিনা। আপনাদের নেতা কে?
রংপুর মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডা. দেলোয়ার হোসেন জনসমাবেশে সভাপতিত্ব করেন।
বিডি/এন/এমকে