মন্তব্য
দেশের বাজারে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। নতুন দরে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারজাত গ্যাসের দাম ১৪১ টাকা বাড়ানো হয়েছে।
আগস্ট মাসের জন্য নতুন দর বুধবার (২ আগস্ট) সন্ধ্যা থেকেই কার্যকর হবে। তার আগে এ দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন দরে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এলপি গ্যাসের পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে, ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ লিটার প্রতি ৫২ টাকা ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিডি/ই/এমকে