তারেকের ৯, জোবাইদার ৩ বছরের কারাদণ্ড

রবি
০২ অগাস্ট ২০২৩

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে পৃথক ধারায় যথাক্রমে ৯ বছর ও তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুর্নীতি দমন কমিশন আইনের ২৬ (২) ধারায়- তিন বছর এবং ২৭ (১) ধারায়- ছয় বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। এছাড়া তিন কোটি টাকা জরিমানা, অনাদায়ে তিন মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

 

ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের ২৭ (১) ধারা ও পেনাল কোডের ১০৯ ধারায় তিন বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে ৩৫ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড আদেশও দেওয়া হয়েছে।

 

এছাড়া দুই কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকা রাষ্ট্রীয় অনুকূল বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে।

 

তারেক-জোবায়দার রায়কে কেন্দ্র করে সকাল থেকেই আদালত চত্তরে জড়ো হতে থাকেন বিএনপি নেতা-কর্মীরা। তারা এ রায়কে ফরমায়েশি রায় বলে আখ্যা দিয়েছে। এছাড়া আওয়ামী পন্থী আইনজীবীরাও জড়ো হন। তারা বিএনপির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

 

২৭ জুলাই সন্ধ্যায় দুদকের পক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ রায় ঘোষণার জন্য এ তারিখ ধার্য করেন।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর