মন্তব্য
পঞ্চগড়ে বুধবার (২ আগস্ট) সন্ধ্যায় বড় আকারে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েসী মামলায় শাস্তির রায় ঘোষণার প্রতিবাদে মিছিলটি হয়।
শহরের নিচুতলা এলাকা থেকে ব্যানারসহ মিছিলটি বের হয়ে শেষ হয় দলীয় কার্যালয়ের সামনে। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক,সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান,,সাংগঠনিক সম্পাদক জুয়েলসহ জেলা, উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয়।
বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে