মন্তব্য
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কাভারভ্যানের ধাক্কায় মোটরসাইলের চালক নুর ইসলাম (৫৫) তার স্ত্রী জোসনা বেগমসহ (৪৫) নিহত হয়েছেন। বুধবার (২ আগস্ট) রাত ৮ টায় ভজনপুর বাসামোড় এলাকায় দূর্ঘটনাটি ঘটে। নুর ইসলাম একই উপজেলার শিপচন্ডি এলাকার রমিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিজেদের বাড়ি থেকে ভজনপুর বাসামোড় এলাকায় মহাসড়কে ওঠার সময় এ দম্পতির মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় কাভারভ্যানটি। এতে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পাঠায়। কিন্তু পথেই তাদের মৃত্যু হয় ।
তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকের হোসেন মোল্লা তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে