মোটরসাইকেলে কাভারভ্যানের ধাক্কা, স্বামী-স্ত্রী নিহত

পঞ্চগড় প্রতিনিধি
০২ অগাস্ট ২০২৩

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কাভারভ্যানের ধাক্কায় মোটরসাইলের চালক নুর ইসলাম (৫৫)  তার স্ত্রী জোসনা বেগমসহ (৪৫) নিহত হয়েছেন। বুধবার (২ আগস্ট) রাত টায় ভজনপুর বাসামোড় এলাকায় দূর্ঘটনাটি ঘটে। নুর ইসলাম একই উপজেলার শিপচন্ডি এলাকার রমিজ উদ্দিনের ছেলে।

পুলিশ স্থানীয়রা জানায়, নিজেদের বাড়ি থেকে ভজনপুর বাসামোড় এলাকায় মহাসড়কে ওঠার সময় এ দম্পতির মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় কাভারভ্যানটি। এতে  তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিসের কর্মী পুলিশ স্থানীয়দের সহযোগিতায়  তাদেরকে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পাঠায়। কিন্তু পথেই তাদের মৃত্যু হয়

তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকের হোসেন মোল্লা তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর