১৯ জেলায় ঝড়বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
০৩ অগাস্ট ২০২৩

null


দেশের ১৯ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার ( আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

ঝড়বৃষ্টির সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার। তাই এসব এলাকার নদীবন্দরকে নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

১৯ জেলার মধ্যে আছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিনে সামান্য বৃদ্ধি পেতে পারে। প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতে।

 

বিডি/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর