চাটমোহরে ৫০ একর জমিতে কৃষিযন্ত্র দিয়ে আমনের আবাদ শুরু

চাটমোহর(পাবনা) প্রতিনিধি
০৩ অগাস্ট ২০২৩


পাবনার চাটমোহরে কৃষি বিভাগের ব্লক প্রদর্শনীর আওতাভুক্ত ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের ( ধানের চারা রোপণের কৃষিযন্ত্র) সাহায্যে রোপা আমনের আবাদ করা হচ্ছে। উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার ( আগস্ট) সকালে ভাদড়া ব্লকের সমলয়ে এসব জমিতে আনুষ্ঠানিকভাবে এ আমনের চারা রোপণ করা হয়েছে।

সরকারের কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় খরিপ- মৌসুমে উচ্চ ফলনশীল ধান বিনা-১৭ এর আবাদ হচ্ছে এসব জমিতে। আবাদি মাঠে চারা রোপণ উদ্বোধন করেন বগুড়া অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সরকার শফি উদ্দিন আহমদ।

এদিকে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম। বক্তব্য দেন খামারবাড়ি পাবনার উপপরিচালক কৃষিবিদ . জামাল উদ্দিন, বগুড়ার উপপরিচালক কৃষিবিদ সোহেল ম. শাসসুদ্দিন ফিরোজ,  মথুরাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে এ আবাদ নিয়ে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম বিল্লাহ।

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর