পাবনার চাটমোহরে কৃষি বিভাগের ব্লক প্রদর্শনীর আওতাভুক্ত ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের ( ধানের চারা রোপণের কৃষিযন্ত্র) সাহায্যে রোপা আমনের আবাদ করা হচ্ছে। উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে ভাদড়া ব্লকের সমলয়ে এসব জমিতে আনুষ্ঠানিকভাবে এ আমনের চারা রোপণ করা হয়েছে।
সরকারের কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে উচ্চ ফলনশীল ধান বিনা-১৭ এর আবাদ হচ্ছে এসব জমিতে। আবাদি মাঠে চারা রোপণ উদ্বোধন করেন বগুড়া অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সরকার শফি উদ্দিন আহমদ।
এদিকে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম। বক্তব্য দেন খামারবাড়ি পাবনার উপপরিচালক কৃষিবিদ ড. জামাল উদ্দিন, বগুড়ার উপপরিচালক কৃষিবিদ সোহেল ম. শাসসুদ্দিন ফিরোজ, মথুরাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে এ আবাদ নিয়ে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ।
বিডি/সি/এমকে