ক্যানসারের ‘টিউমার রোধ হবে’ এক ওষুধেই

নিজস্ব প্রতিবেদক
০৩ অগাস্ট ২০২৩

ক্যানসারের ‘টিউমার রোধ হবে’ এক ওষুধেই

ক্যান্সার রোগীদের জন্য সুখবর এনেছেন আমেরিকার একদল গবেষক। তাদের দাবি তারা এমন একটি ওষুধ আবিষ্কার করেছে যার মাধ্যমে শরীর থেকে একেবারে ক্যান্সার নির্মূল সম্ভব।



ক্যান্সার  যুক্তরাষ্ট্রের 'সিটি অব হোপ' নামে অন্যতম ক্যান্সার গবেষণা ও চিকিৎসাকেন্দ্রে ওই চিকিৎসকেরা এ গবেষণাটি করেছেন।

 

তারা বলছেন, তাদের আবিষ্কৃত ওষুধটি একটি নির্দিষ্ট কেমোথেরাপির মাধ্যমে নিলে সেরে যেতে পারে ক্যান্সার। কেননা ওষুধটি ক্যান্সারের টিউমার মেরে ফেলতে সক্ষম।

 

গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, ওই ওষুধটির নাম ‘এওএইচ ১৯৯৬’। এটি ক্যানসারজাতীয় প্রোলিফারেটিং সেল নিউক্লিয়ার অ্যান্টিজেন (পিসিএনএ) নামে একটি প্রোটিনের বিরুদ্ধে সরাসরি কাজ করে৷


এ প্রোটিনটি টিউমার বড় হওয়া ও ডিএনএ রেপ্লিকেশনের করে থাকে৷ আর তাই পিসিএনএ নামের এই প্রোটিনকে আগে অতীতে ‘অনিরাময়যোগ্য’ হিসেবে বিবেচনা করা হতো।


গত দুই দশক ধরে গবেষকরা এটি নিয়ে কাজ করে আশানুরূপ ফল পেয়েছে। ওষুধটি বুক, প্রস্টেট, মাথা, ওভারিয়ান, স্যার্ভিক্যাল, ত্বক ও ফুসফুসের ক্যানসারের বিরুদ্ধে সরাসরি কাজ করেছে।


৭০টি ক্যানসার সেল লাইনের ওপর এটি কাজ করছে বলে একটি গবেষণা পত্রে জানা গেছে।


গবেষকদের দাবি, ‘এওএইচ ১৯৯৬’ ওষুধটি পিসিএনএ প্রোটিনের সাধারণ কোষ বিভাজনের প্রক্রিয়াযকে বাধা দিয়ে ক্যানসারের টিউমারকে মেরে ফেলে৷ এখন তারা মানুষের শরীরে ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়ালের অপেক্ষায় রয়েছে।


মন্তব্য
জেলার খবর