পঞ্চগড়ে বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৫ টায় বিএনপির অঙ্গ সংগঠন যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদক এর ফরমায়েসী মামলায় সাজা দিয়ে রায় ঘোষণার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।
দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ,জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল,সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু,জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক,সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি, মাহমুদার রহমান মাহমুদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তাপসসহ বিএনপির সকল অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছিলেন।
বিডি/ সম্রাট হোসাইন/সি/এমকে