করোনায় মারা গেল ৩৭ দিনের শিশু

১০ মার্চ ২০২১

গ্রিসে এক মাস বয়সী একটি শিশু করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। ৩৭ দিনের শিশুটি ১৭ দিন করোনার সঙ্গে লড়াই করেছে।

এই শিশুটিই ছিল দেশটির সর্বকনিষ্ঠ শিশু যার দেহে করোনার অস্তিত্ব পাওয়া যায়।

দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস টুইটারে বলেন, ‘দুঃখজনক যে করোনা মহামারিতে আমাদের দেশের সর্বকনিষ্ঠ একজনের মৃত্যু হয়েছে।’

এর আগে এত কম বয়সী কোনো শিশুর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি।

এনডিটিভি


মন্তব্য
জেলার খবর