ডেঙ্গু রোগীর মৃত্যু ছাড়াল অতীতের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
০৩ অগাস্ট ২০২৩

null


 গত ২৪ ঘণ্টার মৃত্যুর সংখ্যাসহ চলতি বছরে এখন পর্যন্ত ২৮৩ জন ডেঙ্গু রোগী মারা গেছে দেশে। মৃত্যুর এ সংখ্যা একক বছর হিসেবে দেশের ইতিহাসে অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে। এর আগে সর্বোচ্চ ডেঙ্গু রোগী মারা যায় গতবছরে, সংখ্যায় ২৮১।

বৃহস্পতিবার ( আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার কন্ট্রোল রুমের তথ্য বলছে, দেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১০ জন গত ২৪ ঘণ্টায় মারা গেছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে  হাজার ৫৮৯ জন।

 

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, গেল ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে হাজার ১০১ জন ঢাকার। বাকি হাজার ৪৮৮ জন ঢাকার বাইরের। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে হাজার ২১০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে।  চলতি বছরে এখন পর্যন্ত ৫৯ হাজার ৭১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫০ হাজার ২২৩ জন।

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর