null
গত ২৪ ঘণ্টার মৃত্যুর সংখ্যাসহ চলতি বছরে এখন পর্যন্ত ২৮৩ জন ডেঙ্গু রোগী মারা গেছে দেশে। মৃত্যুর এ সংখ্যা একক বছর হিসেবে দেশের ইতিহাসে অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে। এর আগে সর্বোচ্চ ডেঙ্গু রোগী মারা যায় গতবছরে, সংখ্যায় ২৮১।
বৃহস্পতিবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য বলছে, দেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১০ জন গত ২৪ ঘণ্টায় মারা গেছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৫৮৯ জন।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, গেল ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে ১ হাজার ১০১ জন ঢাকার। বাকি ১ হাজার ৪৮৮ জন ঢাকার বাইরের। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ২১০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। চলতি বছরে এখন পর্যন্ত ৫৯ হাজার ৭১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫০ হাজার ২২৩ জন।
বিডি/এন/এমকে