পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও খাদ্যশস্য রফতানিতে রাশিয়ার রেকর্ড

রবি
০৩ অগাস্ট ২০২৩

ইউক্রেনে সামরিক অভিযানের পর থেকে ইউপোর রোষানলে পড়ে রাশিয়া। একের পর নিষেধাজ্ঞা দিয়ে আসছে গত দেড় বছর ধরে। তবুও দেশটি বিশ্ববাজারে রেকর্ড পরিমাণ খাদ্যশস্য রফতানি করেছে, যা গত বছরের তুলনায় ১ দশমিক ছয় ভাগ বেশি। রাশিয়ান গ্রেইন ইউনিয়নের (আরজিইউ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আরটি।

 

গণমাধ্যমটি জানিয়েছে, জুলাই মাসে বিশ্বের বিভিন্ন দেশে ৫ দশমিক ৬৮ মিলিয়ন টন খাদ্যশস্য রফতানি করেছে রাশিয়া। এর মধ্যে রেকর্ড পরিমাণ ৪ দশমিক ৫৪ মিলিয়ন টন গম রফতানিও রয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৬ গুণ বেশি।

 

রাশিয়া থেকে বেশি গম কিনেছে সৌদি আরব। দেশটি গত মাসে ৫ লাখ ৭৮ হাজার টন গম আমদানি করেছে। এরপরই রয়েছে তুরস্ক। তুরস্ক কিনেছে ৫ লাখ ১৮ হাজার টন গম। তৃতীয় স্থানে থাকা মিশর কিনেছে ৫ লাখ ১৮ হাজার টন গম। আর চতুর্থতম দেশ হিসেবে রয়েছে ইসরাইল। দেশটি ৩ লাখ ৪৫ হাজার টন গম আমদানি করেছে। পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশের নাম। আমদানিকারক হিসেবে বাংলাদেশ ২ লাখ ২২ হাজার টন গম আমদানি করেছে। এর পরেই রয়েছে তানজানিয়া ও সুদান। দেশদুটি যথাক্রমে ৯৪ হাজার টন ও ৬৪ হাজার টন গম আমদানি করেছে রাশিয়া থেকে।

 

রাশিয়ার আরেকটি সংবাদমাধ্যম আরআইএ নভোস্তিকে আরজিইউর অ্যানালাইটিকস বিভাগের পরিচালক এলেনা টিউরিনা জানান, লাতিন আমেরিকার দেশগুলো রাশিয়ার গমের নতুন ক্রেতা হয়ে উঠেছে। যেমন, গত মাসে ব্রাজিলে ৬২ হাজার টন এবং পেরুতে ৪৯ হাজার টন গম রফতানি করেছে রাশিয়া। যেখানে গত বছরের জুলাইয়ে সেখানে গম রফতানিই করত না রাশিয়া।

 

প্রতিবেদনে বলা হয়েছে, সামগ্রিকভাবে জুলাই মাসে ৩৩টি দেশে গম রফতানি করেছে রাশিয়া। যেখানে ২০২২ সালের একই মাসে ২৬টি দেশে গম রফতানি করত দেশটি।

 

আরআই


মন্তব্য
জেলার খবর