বিশ্বকাপে কে নেতৃত্ব দেবেন?

রবি
০৩ অগাস্ট ২০২৩

দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। এবারের আসরের আয়োজন ভারত। এবারের বিশ্বকাপে দলের অধিনায়ক তামিম ইকবালকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কোমরের ব্যাথা সেরে দলি ফিরবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তামিম না ফিরলে কার হাতে উঠবে দলের ভার।

 

সবার আগে আসছে সাকিব আল হাসানের নাম। টেস্ট ও টি-টোয়েন্টির এ অধিনায়ক অবশ্য জানালেন বিশ্বকাপে দলের নেতৃত্ব দিতে আগ্রহী নন তিনি।

 

এ দিকে চলতি মাসের ৩০ তারিখ পাকিস্তানে শুরু হচ্ছে এশিয়া কাপ। তামিম ইনজুরি থেকে না ফিরলে দলের নেতৃত্ব লিটন দাসের হাতে উঠতে পারে। এমনটাই আভাস পাওয়া যাচ্ছে।

 

এশিয়া কাপে লিটন অধিনায়ক হলেও বিশ্বকাপে কে অধিনায়ক হবেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। দলের সিনিয়র প্লেয়ার মুশফিক অবশ্য ক্যাপ্টেন্সি না করার কথা আগেই জানিয়েছেলেন। সে কথা বিসিবির অজানা নয়।

 

বিশ্বকাপে দলের হাল কার কাঁধে ওঠে সেটা এখনই বলা যাচ্ছে না। সময় হলেই তা জানা যাবে। তবে ভক্তরা তামিমকে বিশ্বকাপে দেখতে অনেক বেশি আগ্রহী।

 

আরআই


মন্তব্য
জেলার খবর