সারাদেশে ভারী বর্ষণের সম্ভাবনা
ঋতুচক্রে দেশে বর্তমানে বর্ষাকাল। দিনের সবসময়ই আকাশে দেখা যাচ্ছে মেঘ।
কখনও কাটফাটা রোঁদ কখনও বা ঝমঝমিয়ে নামছে বৃষ্টি। সেই সাথে আজ সারাদেশের ৭ জেলায় সম্ভবনার
কথা জানিয়েছে আবহাওয়া অফিস। দুপুরের দিকে ঘন্টায়
৬০ কিলোমিটার বেগে এসব ঝড় বয়ে যেতে পারে।
শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল
হকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও
কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার
বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে
এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
স্থল নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তার কাছাকাছি বাংলাদেশের উপকূলীয়
এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর ও তার কাছাকাছি
বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে।
এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর
স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে
অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে
থাকতে বলা হয়েছে।
আরআই