তামিম ইকবাল
ওয়ানডে বিশ্বকাপের আর বেশি বাকী নেই। মাস কয়েক বাদেই বসছে ক্রিড়াঙ্গনের
জমজমাট এ আসর। এর ঠিক আগেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে বৈঠক
শেষে এ কথা জানান।
তামিম বলেন, ‘বোর্ড সভাপতি পাপন ভাই ও জালাল ভাইয়ের সাথে আমার গুরুত্বপূর্ণ
বৈঠক ছিল। আমার সমস্যা নিয়ে, আমরা অনেক আলোচনা করেছি। আমার কী সমস্যা, কী হবে সামনে,
সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এটা আমি নিজে থেকে তাদের বলেছি।
আজ থেকে আমি ওয়ানডে দলের অধিনায়ক থেকে সরে দাঁড়াচ্ছি।’
তিনি বলেন ‘আমার কাছে মনে হয়. ইনজুরিও একটা ইস্যু। এই মুহূর্তে আমি ইনজেকশন
দিয়ে এসেছি। কিন্তু ইনজেকশনগুলোও হিট অ্যান্ড মিসের মতো।’
দলের স্বার্থে আমার অধিনায়কত্ব ছেড়ে দেয়াটাই ভালো হবে মন্তব্য করে তামিম
আরও বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও ফোনে কথা বলেছি। উনাকে আমার পুরো ব্যাপারটা
জানিয়েছি। উনি আমার ব্যাপারটা বুঝেছেন। এখন আমি খেলায় ভালোভাবে মনোযোগ দেবো এবং নিজের
সেরাটা দেয়ার চেষ্টা করবো।’
আরআই