মেক্সিকোতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১৮ জন নিহত

রবি
০৪ অগাস্ট ২০২৩

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর টিজুয়ানা যাওয়ার পথে মহাসড়ক থেকে যাত্রীবাহী বাসটে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

 

রয়টার্স জানিয়েছে, ‘দুর্ঘটনাকবলিত বাসটিতে থাকা যাত্রীদের বেশিরভাগই ছিল বিদেশি। তাদের কেউ কেউ মার্কিন সীমান্তের দিকে যাচ্ছিলেন। বাসটিতে ভারত, ডোমিনিকান রিপাবলিক ও আফ্রিকান দেশগুলোর নাগরিকসহ প্রায় ৪২ যাত্রী ছিল।

 

মেক্সিকোর নয়ারিত প্রাদেশিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বাস চালককে আটক করা হয়েছে। বাসটি চালানোর সময় তিনি রাস্তার একটি বাঁকানো অংশে দ্রুত গতিতে বাঁক নিয়েছিলেন বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ। নিহতদের পরিচয় জানার জন্য চেষ্টা চালানো হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

 

কর্মকর্তারা জানিয়েছেন, এলিট পরিবহনের এ বাসটি প্রাদেশিক রাজধানী টেপিকের বাইরে মহাসড়কের বাররাঙ্কা ব্লাঙ্কার কাছে দুর্ঘটনায় পড়ে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর