পরিবেশ বান্ধব জ্বালানি নীতি না মানায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের
বাড়ি কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছে পরিবেশবাদীরা। গ্রিনপিস ইউকে নামে একটি সংগঠন এ কাজ
করেছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। বৃহস্পতিবার ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয়
জেলা ইয়র্কশায়ারে অবস্থিত ঋষি সুনাকের ব্যক্তিগত বাড়িটি কালো কাপড়ে ঢেকে ফেলা হয়।
তবে পরিবারের সদস্যরা তখন বাড়িতে ছিলেন না। তারা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়
ছুটি কাটাচ্ছিলেন।
বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের পরিবেশবাদী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সরকারিভাবে
পরিবেশবান্ধব জ্বালানি নীতি গ্রহণের দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। তাদের
আন্দোলনের ফলে ২০১৯ সালে যুক্তরাজ্যের পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত
গৃহীত হয়।
এরই আলোকে পরিবেশবান্ধব জ্বালানির ওপর নির্ভরতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ
নেয়া দেশটি। ২০৫০ সালের মধ্যে যুক্তরাজ্য কার্বন বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার শূন্যের
কোঠায় নামিয়ে আনার সিদ্ধান্ত আসে।
এরই মধ্যে ইউক্রেনে আক্রমণ করে বসে রাশিয়া। এর প্রভাবে কয়েকগুণ বেড়ে যায়
বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কয়েক গুণ বেড়ে যাবে। যার প্রভাব পড়ে ব্রিটিশদের জীবনযাত্রার
ওপর।
সাধারণ জনগণের কথা চিন্তা করে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানো সংক্রান্ত
আগের নীতি থেকে সরে আসার চিন্তা করে সুনাক সরকার। উত্তর সাগরের যুক্তরাজ্য উপকূলের
গভীর ও অগভীর বিভিন্ন এলাকায় তেল ও গ্যাসের অনুসন্ধানের জন্য শতাধিক লাইসেন্স ইস্যু
করার সিদ্ধান্ত নেয়। আগামী ডিসেম্বরের মধ্যে কয়লা অনুসন্ধানের লাইসেন্সও ইস্যু করবে
সরকার।
এরই প্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট ঋষি সুনারে বাড়ি কালো কাপড়ে দিয়েছে পরিবেশবাদীরা।
আরআই