ডিউটি পালনকালে গুলিবিদ্ধ পুলিশ সদস্যের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
০৪ অগাস্ট ২০২৩


পঞ্চগড়ে গভীর রাতে দায়িত্ব (ডিউটি) পালনকালে গুলিবিদ্ধ হয়ে এক পুলিশ সদস্য মারা গেছে। পুলিশ বলছে, নিজের রাইফেল দিয়ে গলায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

শুক্রবার ( আগস্ট) রাত টায় শহরের সোনালী ব্যাংকে ঘটনা ঘটে। মারা যাওয়া পুলিশ সদস্যের নাম ফিরোজ আহমেদ (২৫)। তিনি পঞ্চগড় পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।


পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা জানান, পারিবারিক সমস্যার কারণে মুলত এ ঘটনা হয়েছে।


ফিরোজ আহমেদ দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পলি মির্জাপুর আবতাবগঞ্জ এলাকার আবু সাঈদের ছেলে।



বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর