মন্তব্য
পঞ্চগড়ে গভীর রাতে দায়িত্ব (ডিউটি) পালনকালে গুলিবিদ্ধ হয়ে এক পুলিশ সদস্য মারা গেছে। পুলিশ বলছে, নিজের রাইফেল দিয়ে গলায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
শুক্রবার
(৪ আগস্ট) রাত ২ টায় শহরের সোনালী
ব্যাংকে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া পুলিশ সদস্যের নাম ফিরোজ আহমেদ
(২৫)। তিনি পঞ্চগড় পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ
সুপার এস এম সিরাজুল
হুদা জানান, পারিবারিক সমস্যার কারণে মুলত এ ঘটনা হয়েছে।
ফিরোজ আহমেদ দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পলি মির্জাপুর আবতাবগঞ্জ এলাকার আবু সাঈদের ছেলে।
বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে