নাটোরের গুরুদাসপুরের ২০ কেজি গাঁজাসহ লুৎফর রহমান (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ।
লুৎফর রহমান উপজেলার চাপিলা ইউনিয়নের সাধুপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) নিজের বাড়ি থেকে আটকের পর রাতেই মাদকদ্রব্য আইনে তার নামে গুরুদাসপুর থানায় মামলা হয়েছে।
গোয়েন্দা শাখা (ডিবি) সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর ডিবি পুলিশের একটি দল লুৎফর রহমানের বাসায় অভিযান চালায়। এ সময় ঘরে রাখা চালের ড্রামের ভেতর থেকে ২০ কেজি গাজা পাওয়া যায়। জব্দ গাঁজার মূল্য প্রায় ৮ লাখ টাকা।
নাটোর ডিবি পুলিশের সাব ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান, লুৎফর রহমান এলাকায় মাদক ব্যবসায়ী বলে পরিচিত। তার ঘরে বিশেষ ব্যবস্থায় রাখা ২০ কেজি গাজা উদ্ধারসহ তাকে আটক করা হয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা.মনোয়ারুজ্জামান লুৎফর রহমানের বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে