প্রশিক্ষণসহ বিনামূল্যে সেলাই মেশিন পেলেন ৪৫ নারী

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
০৪ অগাস্ট ২০২৩

টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) সফলতা অর্জনের লক্ষ্যে পাবনার চাটমোহরে ৪৫ জন পল্লী নারীকে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয়েছে। ছয় মাসের সেলাই প্রশিক্ষণসহ তাদের এ সেলাই মেশিন দেয় সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনোলজিক্যাল সাপোর্ট (এসএসটিএস) বাংলাদেশ।

শুক্রবার (০৪ আগস্ট) সকালে খৈরাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়।

চাটমোহরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন-  অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম হোসাইন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম ওয়াহেদ আলী, এসএসটিএসর প্রধান হিসাব কর্মকর্তা সানোয়ার হোসেন, প্রকল্প সমন্বয়কারী জামাল উদ্দিন প্রমুখ।

 

বিডি/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর