বৃষ্টি উপেক্ষা করে পঞ্চগড়ে বিএনপির প্রতিবাদ সমাবেশ

পঞ্চগড় প্রতিনিধি
০৪ অগাস্ট ২০২৩

পঞ্চগড়ে বিএনপির প্রতিবাদ সমাবেশ হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৪ আগস্ট) বিকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশটি হয়।

এর আগে বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন উপজেলা ইউনিয়ন থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। বৃষ্টি উপেক্ষা করে চলতে থাকে প্রতিবাদ সমাবেশের কার্যক্রমও।

বিএনপি' ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের ফরমায়েসী মামলার শাস্তির রায় ঘোষণার প্রতিবাদে এ সমাবেশ ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় শীর্ষ নেতারা।

বক্তব্য দেন- কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক মো. জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক এ্যাড. আদম সুফি, এ্যাড.মির্জা নাজমুল ইসলাম  কাজল, এ্যাড রিনা পারভীন প্রমূখ।

বক্তারা ফরমায়েশী শাস্তির রায় বাতিলসহ অনতিবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান।

 

বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর