ইথিওপিয়ায় সেনা ও সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ, জরুরি অবস্থা জারি

রবিউল ইসলাম
০৪ অগাস্ট ২০২৩

ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি

আফ্রিকার দেশ ইথিওপিয়ায় কয়েক দিন ধরে সেনাবাহিনী ও স্থানীয় সশস্ত্র বিদ্রাহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে। অবস্থার উন্নতি না হওয়ায় শুক্রবার জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

 

প্রধানমন্ত্রী আবি আহমেদ এ বিবৃতিতে এ জরুরি অবস্থা জারি করেছেন। তিনি বলেছেন, ‘প্রচলিত আইনি ব্যবস্থায় বিদ্রোহীদের সন্ত্রাসী তৎপরতা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ায় জরুরি অবস্থা ঘোষণা প্রয়োজন হয়ে পড়েছিল।’

 

তবে পুরো দেশে নাকি কেবল আমহারা শহরে এ জরুরি অবস্থা জারি করা হয়েছে তা জানা যায়নি।

 

জনসংখ্যার দিক দিয়ে আমহারা ইথিওপিয়ার দ্বিতীয় বৃহত্তম অঞ্চল। চলতি সপ্তাহের শুরুর দিকে এই অঞ্চলে নতুন করে সংঘাত শুরু হয়। মূলত স্থানীয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ফানো মিলিশিয়ার বিরুদ্ধে লড়াই করছে ইথিওপিয়ার সরকারি বাহিনী ইথিওপিয়ান ন্যাশনাল ডিফেন্স ফোর্স (ইএনডিএফ)।

 

 

আল জাজিরা জানিয়েছে, গত কয়েক দিন ধরে ফানো মিলিশিয়ার সঙ্গে সংঘর্ষ চলছে। গত মঙ্গলবার (১আগস্ট) সংঘর্ষ গুরুতর আকার ধারণ করে। পরিস্থিতি আরোপ খারাপ আকার ধারণ করতে থাকলে, বৃহস্পতিবার আমহারার আঞ্চলিক সরকার এ অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় সরকারের কাছে অতিরিক্ত সহায়তার আবেদন জানায়।

 

আরআই 


মন্তব্য
জেলার খবর