রাশিয়ার সামিরক অভিযান প্রতিহত করতে একের পর এক রাশিয়ার বিভিন্ন স্থানে অব্যাহতভাবে ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন। অত্যধিক পরিমাণে ড্রোন আসায় দিশেহারা হওয়ার অবস্থা রাশিয়ার। ঝাঁকে ঝাঁকে আসা এসব ড্রোনের অধিকাংশই আঘাত হানছে লক্ষ্য বস্তুতে।
সম্প্রতি কৃষ্ণসাগরের তীরে অবস্থিত রুশ বন্দরনগরী নভোরোসিয়স্কে ড্রোন হামলা হয়েছে।
এ হামলায় রাশিয়ার নৌবাহিনীর একটি জাহাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
চলতি সপ্তাহে রাশিয়াকে লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলা বেড়েছে। এসব হামলার
মাধ্যমে চলমান যুদ্ধকে রাশিয়ার দোরগোড়ায় নিয়ে যাওয়া হচ্ছে বলে দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট
ভলোদিমির জেলেনস্কির।
হামলার বিষয়ে মস্কোর মেয়র সের্জেই সেবেনিয়ান জানান, রাজধানীতে বেশ কয়েকটি
ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে একটি ড্রোন বহুতল ভবনে এসে আছড়ে পড়ে। হামলায় মস্কোভা
সিটি কমপ্লেক্সের ২১ তলার সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। সামনের কাঁচের ১৫০ মিটারেরও বেশি
ধ্বংস হয়ে যায়।
এসব ড্রোন হামলাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছেন সেবেনিয়ান। ইউক্রেন
থেকে উড়ে আসা এসব ড্রোনের অধিকাংশ ব্যর্থ করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। তিনি
বলেন, ইউক্রেন এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না করলে উপযুক্ত দেওয়া হবে।
আরআই