টিভিতে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ

রবিউল ইসলাম
০৫ অগাস্ট ২০২৩

খেলা ভালো বাসেন না এমন মানুষ মেলা ভার। খেলা মনের খোরাপ। মন ভলো করে তুলতে খেলার জুড়ি নেই। কর্ম ব্যস্ততার মাঝে একটু সময় তাই সবাই বের করতে চেষ্টা করেন। খোঁজাখুজি করে বের করে নেন কোন খেলা দেখা যায়। আসুন দেখে নেওয়া যাক আজকে টিভিতে কোন কোন খেলা রয়েছে।

 

লঙ্কা প্রিমিয়ার লিগ

 

গল-কলম্বো

বিকেল সাড়ে ৩টা, স্টার স্পোর্টস ৩

 

ডাম্বুলা-জাফনা

রাত ৮টা, স্টার স্পোর্টস ৩

 

গ্লোবাল টি-২০ কানাডা

 

সারে-ভ্যাঙ্কুভার

রাত ৯টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ২

 

মিসিসাউগা-ব্রাম্পটন

রাত ১টা ৩০ মিনিট, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ২

 

দ্য হানড্রেড

 

সাউদার্ন ব্রেভ-ওয়েলস ফায়ার

রাত সাগে ১১টা, সনি স্পোর্টস টেন ৫


মন্তব্য
জেলার খবর