বলিউডের
শিল্প পরিচালক নিতিন দেশাইয়ের মৃত্যু শোক কাটতে না কাটতেই এলো
আরেক শিল্পীর মৃত্যুর খবর। তামিল অভিনেতা মোহন মারা গেছেন।
ভারতের
তামিলনাডু রাজ্যের মাদুরাইয়ের তিরুপারকুন্ড্রম মন্দিরের কাছে একটি রাস্তায় এই অভিনেতার মরদেহ
পাওয়া যায়। ৬০ বছর বয়সী
এই অভিনেতা কমল হাসান অভিনীত অপূর্ব সগোধরারগাল (১৯৮৯) ছবিতে তার কৌতুক চরিত্রের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন।
জানা
যাচ্ছে, গত ৩১ জুলাই
রাস্তা থেকে মোহনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মোহনের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদুরাই সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের পর শেষকৃত্যের জন্য
তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
দক্ষিণী
ফিল্ম ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ৬০ বছর বয়সী
এই অভিনেতার হাতে সাম্প্রতিক সময়ে তেমন কোনো কাজ ছিল না। কাজ পেতে তাকে বেশ বেগ পেতে হচ্ছিল। তিনি তামিলনাডুর, মেট্টুর-এলাকার বাসিন্দা মোহন সিনেমার জন্য শহর ছেড়ে দেয়। নিজের শহর ছেড়ে চলে আসার পর তার আর্থিক
অবস্থা খারাপ হওয়ায় তিনি মেইন রথ রোডে বসবাস
করতেন।
মূলত
কমেডি ঘরানার ছবিতেই জনপ্রিয়তা পেয়েছিলেন মোহন। ১৯৮৯-এ মুক্তি পাওয়া
কমল হাসান-অভিনীত অপূর্ব সগোধরারগালে ছবিতে দক্ষিণী সুপারস্টারের বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তার আরও একটি জনপ্রিয় ছবির নাম 'নান কাদভুল'। যে ছবিতে
দক্ষিণের আর্য এবং পূজাও অভিনয় করেছিলেন। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই মোহনের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন। তবে কীভাবে তার মৃত্যু হলো সেটা এখনও স্পষ্ট জানা যায়নি।