নীলফামারীতে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী পালন

নীলফামারী প্রতিনিধি
০৫ অগাস্ট ২০২৩

নীলফামারীর ডোমারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার ( আগস্ট) দিবসটি উপলক্ষ্যে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, তার জীবনি নিয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান এবং বৃক্ষরোপণ করা হয়েছে।

উপজেলা পরিষদের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা স্মৃতিচারণ অনুষ্ঠান হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে আলোচনা সভা স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসমা সিদ্দিকা বেবি, সাংগঠনিক সম্পাদক গনেশ কুমার আগরওয়ালা প্রমুখ।  

 

বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর