সংলাপের আহবানে চাটমোহরে সুজন’র মানববন্ধন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
০৫ অগাস্ট ২০২৩

পাবনার চাটমোহরে বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় নাগরিক সমাজের লোকজন নিয়ে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন এর চাটমোহর উপজেলা কমিটি।

শনিবার (৫আগস্ট) কিছুটা বৈরী আবহাওয়ার মধ্যেও শহরের থানা মোড় আমতলায় সকাল ১১টা থেকে ১২ পর্যন্ত- এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। সুজনের কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে এ মানববন্ধন হয়।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক, প্রতিদ্বিতাপূর্ণ, শান্তিপূর্ণ তথা সুষ্ঠু নির্বাচন প্রত্যাশায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ সমঝোতার আহবানে ৫ আগস্ট সারা দেশে এ মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে সুজনের কেন্দ্রীয় কমিটি।

চাটমোহরে মানববন্ধনে সুজনের চাটমোহর উপজেলা কমিটির সভাপতি ও সাপ্তাহিক চাটমোহর বার্তার সম্পাদক এস. এম. হাবিবুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্তভাবে বক্তব্য দেন- বাংলাদেশ গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. খায়রুল আলম, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের চাটমোহরের সভাপতি জয়দেব কুন্ডু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাটমোহর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য, জাতীয় সমাজতান্ত্রীক দল (জাসদ) চাটমোহর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সুজা উদ্দিন বিশ্বাস, শিক্ষক ও সাংবাদিক মো. জহুরুল হক, চাটমোহর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মুতালিব, পৌর মহিলা আওয়ামী লীগ নেত্রী আনোয়ারা বেগম বেলী, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান মোন্নাফ প্রমূখ।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর