পাবনার চাটমোহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ আলাদাভাবে তাঁর জন্মবার্ষিকী উদযাপন করেছে।
উপজেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে ছিল- শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, তাঁর জীবনী নিয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান, বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ।
উপজেলা আওয়ামী লীগের কর্মসূচি ছিল- দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
উপজেলা পরিষদের ভেতরে শহীদ মিনার চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে উপজেলা প্রশাসন। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান হয়, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেদুয়ানুল হালিম। বক্তব্য দেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,সহকারী কমিশনার (ভূমি) মোছা. তানজিনা খাতুন প্রমুখ।
বিডি/সি/এমকে