চাটমোহরে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপিত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
০৫ অগাস্ট ২০২৩

পাবনার চাটমোহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসন উপজেলা আওয়ামী লীগ আলাদাভাবে তাঁর জন্মবার্ষিকী উদযাপন করেছে।

উপজেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে ছিল- শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, তাঁর জীবনী নিয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান, বৃক্ষরোপন গাছের চারা বিতরণ।

উপজেলা আওয়ামী লীগের কর্মসূচি ছিল- দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন, শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা দোয়া মাহফিল।

উপজেলা পরিষদের ভেতরে শহীদ মিনার চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে উপজেলা প্রশাসন। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান হয়, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেদুয়ানুল হালিম। বক্তব্য দেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,সহকারী কমিশনার (ভূমি) মোছা. তানজিনা খাতুন প্রমুখ।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর