জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় ৫৭৬ প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
০৫ অগাস্ট ২০২৩

null


গত জুলাই মাসে সারা দেশে ৫০৫টি সড়ক দুর্ঘটনায় ৫৭৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার ৫৫ জন। নিহদের মধ্যে বড় একটা অংশ মোটরসাইকেলের চালক বা আরোহী ছিলেন।

এ পরিসংখ্যান বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির। শনিবার ( আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় সংগঠনটি। দেশের জাতীয়, আঞ্চলিক অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতি মাসে এ সংক্রান্ত প্রতিবেদন তৈরি করে তারা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ১৮০টি,এতে ১৯৫ জন নিহত এবং ১২২ জন আহত হয়েছেন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, ১৫৭টি। এ বিভাগে ১৭৩ জন নিহত ২৭১ জন আহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে, ২৩টি বিভাগে ৩৮ জন নিহত ১৩৮ জন আহত হয়েছেন।

দুর্ঘটনাগুলোর মধ্যে ৩৮.৬১ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩০.৬৯ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ২৪.১৫ শতাংশ ফিডার রোডে হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর