null
গত জুলাই মাসে সারা দেশে ৫০৫টি সড়ক দুর্ঘটনায় ৫৭৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার ৫৫ জন। নিহদের মধ্যে বড় একটা অংশ মোটরসাইকেলের চালক বা আরোহী ছিলেন।
এ পরিসংখ্যান বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির। শনিবার (৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় সংগঠনটি। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতি মাসে এ সংক্রান্ত প্রতিবেদন তৈরি করে তারা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ১৮০টি,এতে ১৯৫ জন নিহত এবং ১২২ জন আহত হয়েছেন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, ১৫৭টি। এ বিভাগে ১৭৩ জন নিহত ও ২৭১ জন আহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে, ২৩টি । এ বিভাগে ৩৮ জন নিহত ও ১৩৮ জন আহত হয়েছেন।
দুর্ঘটনাগুলোর মধ্যে ৩৮.৬১ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩০.৬৯ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ২৪.১৫ শতাংশ ফিডার রোডে হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিডি/এন/এমকে