দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে বিচারক ও আইনজীবীদের সমন্বয় থাকতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বলেছেন, রাষ্ট্রের তিন অঙ্গের অন্যতম জুডিশিয়ারিকে শক্তিশালী করতে হবে।
শনিবার (৫ আগস্ট) যশোর জেলা জজ আদালত চত্বরে ন্যায়কুঞ্জ ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিচারপ্রার্থীদের বসার স্থানের জন্য এ ভবন নির্মাণ করা হচ্ছে।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, মামলাজটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিচারব্যবস্থাকে এগিয়ে নিতে বিচার বিভাগ ও আইজীবীদের পরস্পরকে সহযোগিতা করতে হবে।
দেশের মালিকরা (বিচারপ্রার্থী) আদালত চত্বরে বসার স্থান পায় না জানিয়ে প্রধান বিচারপতি বলেন, তাদের কষ্টের কথা চিন্তুা করে সারা দেশের আদালতগুলোতে ন্যায়কুঞ্জ নির্মাণ করা হবে। এ জন্য প্রত্যেক জেলায় ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বিডি/এন/এমকে