মন্তব্য
সাম্প্রদায়িক সহিংসতা থেকে বের হতে পারছে না ভারতের মণিপুর। আবারও উত্তপ্ত
হয়ে উঠেছে এ রাজ্যটি। এবার রাজ্যটির বিষ্ণুপুর জেলায় রাতের আঁধারে বাবা-ছেলেসহ তিনজনকে
গুলি করে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা। এক প্রতিবেদনে শনিবার এ খবর জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভি জানিয়েছে, শুক্রবার রাত ২টার দিকে কাউয়াকটার কাছে জেলার উখা টামপাক
গ্রামে হামলা চালায় ‘দুষ্কৃতিকারীরা’ । এসময় তারা এলাপাতাড়িভাবে গুলি চালায়। গুলিতে
বাবা-ছেলে ও তাদের পাশের ঘরে থাকা এক ব্যক্তি নিহত হন।
শনিবার সকালে পুলিশ জানিয়েছে, দৃষ্কৃতকারীরা
যখন গুলি চালিয়েছে, তখন ভুক্তভোগী তিনজনই ঘুমিয়ে ছিলেন। হামলাকারীরা চুড়াচাঁনপুর থেকে
এসেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় পুলিশ এখনও কাউটে গ্রেফতার করতে পারেনি।
আরআই