দেশে দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক সংকট বিরাজ করছে। নির্দলীয় নিরপেক্ষ তথা তত্বাবধায়ক সরকার ছাড়া অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে যাবে না বলে ‘গোঁ ধরে’ আছে। সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন দলীয় সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনের প্রশ্নে এখন অবধি কোনো ছাড় দিতে চাচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। এনিয়ে উত্তপ্ত হচ্ছে রাজপথ। উদ্ভূত পরিস্থিতিতে অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, শান্তিপূর্ণ তথা সুষ্ঠু নির্বাচন প্রত্যাশায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার আহবান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক- সুজন।
এনিয়ে শনিবার (৫ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে সুজন। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেয়। রাজধানী ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনে রাজনৈতিক দলগুলোর সংলাপ ও সমাঝোতা নিয়ে কথা বলেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।
বদিউল আলম বলেন, দেশের রাজনীতিতে চলমান সংকট সমাধানে সংঘাতের বদলে সংলাপ হোক। আমরা কোনো দল বা সরকারের পক্ষে নই, বিপক্ষেও নই। জনগণের পক্ষে। দেশের মানুষ নিজের ভোটাধিকারের পক্ষে দাঁড়িয়েছে আজ।
তিনি মনে করেন, দলীয় বনাম তত্ত্বাবধায়ক সরকার কোনো সমস্যা নয়। সমস্যাটা হচ্ছে ভোটাধিকার, গণতন্ত্রের। এটা কোনো ধরনের অভ্যন্তরীণ সমস্যা নয়, জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা। কেননা যে কোনো রাষ্ট্র গণতন্ত্রের জন্য আমাদের দায়বদ্ধ করতে পারে।
সুজন সম্পাদক জানান, সুষ্ঠু ও যথাযথ নির্বাচনি ক্ষেত্রে প্রত্যেক রাজনৈতিক দলের জন্য সমতা থাকতে হবে। নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের আচরণ নিরপেক্ষ হতে হবে। নিরপেক্ষ নির্বাচনের জন্য থাকা তত্ত্বাবধায়ক সরকার ভেঙে দেওয়ার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেটা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে মূল সমস্যা চিহ্নিত করতে হবে। সংঘাত বা বলপ্রয়োগের মাধ্যমে নয়, প্রয়োজন সংলাপ।
বিডি/এন/এমকে