টিকা নিলেন ৪০ লাখের বেশি মানুষ

১০ মার্চ ২০২১

সারা দেশে ৪০ লাখ ১৩ হাজার ৯৬৩ জন করোনার টিকা নিয়েছেন, টিকাদান শুরু থেকে মঙ্গলবার (৯ মার্চ) পর্যন্ত। এর মধ্যে ৮৬৬ জনের মাথাব্যথা, গলাব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।৭ ফেব্রুয়ারি টিকাদান শুরু হয়। শুক্রবার বাদে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলেছে।শুক্রবার টিকা দেওয়া হয় না।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, মোট টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ২৫ লাখ ৬০ হাজার ৫০৬ জন, নারী ১৪ লাখ ৫৩ হাজার ৪৫৭ জন। মঙ্গলবার একদিনে টিকা নিয়েছেন এক লাখ ৭ হাজার  ৯৬৩ জন। এর মধ্যে বিভাগভিত্তিক ঢাকায় ৩৫ হাজার ৭৫৯ জন, ময়মনসিংহে ৫ হাজার ২৫৮ জন, চট্টগ্রামে ১৮ হাজার ৬৯৯ জন, রাজশাহীতে ১১ হাজার ৭৫৬ জন, রংপুরে ১১ হাজার ৪৬ জন, খুলনায় ১৬ হাজার ৮৪০ জন, বরিশালে ৪ হাজার ৫৩১ জন এবং সিলেটে ৩ হাজার ৫৭৪ জন আছেন। মঙ্গলবার পর‌্যন্ত  টিকা নেওয়ার জন্য নিবন্ধন করছেনে ৫২ লাখ ৫১ হাজার ৯৩৫ জন। 

এমকে 


মন্তব্য
জেলার খবর