যুক্তরাষ্টে্রর ফুটবল ক্লাবে যোগদান করার পর জনপ্রিয়তা যেন আরো বেড়ে গেছে
আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির। তার জার্সি বিক্রির হিড়িক পড়েছে। টমি ব্র্যাডি,
লেবরন জেমস ও ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন তিনি। মেসির ইন্টার মায়ামির ১০ নম্বর
জার্সি এখন বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত জার্সি।
যুক্তরাষ্ট্রের এ ক্লাবটিতে মেসি যোগদানের পর থেকেই ফুটবল বিশ্বে আলোচনার
কেন্দ্র বিন্দুতে চলে এসেছে ইন্টার মিয়ামি। আর এবার মেসির জার্সি বিক্রি রেকর্ড স্পর্শ
করায় ক্লাবটি আরো পরিচিত পেয়ে গেল।
ফুটবল দুনিয়ায় এতদিন সবচেয়ে বেশি বিক্রিত জার্সির রেকর্ড ছিল ক্রিস্টিয়ানো
রোনালদোর। ২০২১ এ দ্বিতীয় মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে যে কীর্তি গড়েছিলেন সিআর-৭।
কিন্তু ইন্টার মায়ামিতে গিয়ে সে রেকর্ড ভাঙতে লিও সময় নিলেন মাত্র ২৪ ঘন্টা!
আরআই