টিভিতে আজকের খেলা

রবি
০৬ অগাস্ট ২০২৩

খেলা ভালো বাসেন না এমন মানুষ মেলা ভার। খেলা মনের খোরাপ। মন ভলো করে তুলতে খেলার জুড়ি নেই। কর্ম ব্যস্ততার মাঝে একটু সময় তাই সবাই বের করতে চেষ্টা করেন। খোঁজাখুজি করে বের করে নেন কোন খেলা দেখা যায়। আসুন দেখে নেওয়া যাক আজকে টিভিতে কোন কোন খেলা রয়েছে।

 

ক্রিকেট

 

দ্বিতীয় টি-টোয়েন্টি

 

 

ওয়েস্ট ইন্ডিজ-ভারত

রাত ৮টা ৩০ মিনিট, ডিডি স্পোর্টস

 

আরও পড়ুন: মাশরাফীর ভবিষ্যদ্বাণী / বিশ্বকাপে নেতৃত্ব দেবেন সাকিব

 

গ্লোবাল টি-টোয়েন্টি, ফাইনাল

 

সারে-মন্ট্রিয়েল

রাত ১০টা, টি স্পোর্টস

 

দ্য হানড্রেড

 

নর্দার্ন-সাউদার্ন (নারী)

বিকেল ৪টা, সনি স্পোর্টস ৫

 

নর্দার্ন-সাউদার্ন (পুরুষ)

সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, সনি স্পোর্টস ৫

 

ওভাল-ওয়েলশ (পুরুষ)

রাত ১১টা, সনি স্পোর্টস ৫

 

ফুটবল

 

নারী বিশ্বকাপ

 

নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকা

সকাল ৮টা, গাজী টিভি ও টি স্পোর্টস

 

সুইডেন-যুক্তরাষ্ট্র

বেলা ৩টা, গাজী টিভি ও টি স্পোর্টস

 

ডুরান্ড কাপ

 

দিল্লি-হায়দরাবাদ

বেলা ৩টা, সনি স্পোর্টস ২

 

বাংলাদেশ সেনাবাহিনী-ইস্ট বেঙ্গল

বিকেল ৫টা ১৫ মিনিট, সনি স্পোর্টস ২

 

এফএ কমিউনিটি শিল্ড

 

ম্যানচেস্টার সিটি-আর্সেনাল

রাত ৯টা, সনি স্পোর্টস ২


মন্তব্য
জেলার খবর