বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্যতম সেনা খেলোয়াড় রুমানা আহমেদ ক্রিকেটকে
বিদায় জানিয়েছেন। দীর্ঘ ১২ বছরের ক্রিকেট ক্যারিয়ারকে ইতি টানলেন তিনি। শনিবার এক ফেসবুক
পোস্টে রুমানা নিজেই এ কথা জানান।
ওই পোস্টে রুমানা লেখেন, ইংরেজিতে রুমানা তার ফেসবুক পেজে লেখেন, ‘নো মোর
ক্রিকেট...।’
দেশসেরা এ নারী ক্রিকেটার এক যুগ ধরে জাতীয় দলে খেলে আসছেন। প্রথম হ্যাট্রিকটি
এসেছিল তার হাত ধরেই। ২০১৮ সালে ভারতকে হারিয়ে এশিয়া কাপের ট্রফি ঘরে তুলেছিল বাংলাদেশ।
সে ম্যাচে ব্যাটে-বলে অলরাউন্ডিং পারফরম্যান্সে দলকে জিতিয়ে ম্যাচসেরা হয়েছিলেন রুমানা।
দলের হয়ে ৫০ ওয়ানডে ম্যাচে ৫ ফিফটিতে ৯৬৩ রান করেছেন রুমানা। বল হাতে এ
সংস্করণে তার শিকার ৫০ উইকেট। ক্যারিয়ার সেরা ফিগার ২০ রানের বিনিময়ে ৪ উইকেট। টি-টোয়েন্টিতে
৭৪ ইনিংসে এক ফিফটিতে তার সংগ্রহ ৮৫৪ রান। বল হাতে ৮২ ইনিংসে নিয়েছেন ৭৫ উইকেট ৩২ বছর
বয়সী এ ক্রিকেটার।
আরআই