অবৈধ পথে এনে ভারতীয় তরুণীকে বিয়ে করলেন পঞ্চগড়ের প্রেমিক

পঞ্চগড় প্রতিনিধি
০৬ অগাস্ট ২০২৩

ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে  মোছা. শিবলী (১৭) নামের ভারতীয় এক তরুণীকে বিয়ে করেছেন পঞ্চগড়ের মুন্না নামের এক যুবক। বিয়ের আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ উঠেছে মুন্না তার প্রেমিকাকে অবৈধপথে ভারত থেকে পঞ্চগড়ে নিয়ে এসেছে। এমন ঘটনা ঘটেছে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সুদেব পাড়া গ্রামে।

মোছা. শিবলী (১৭) ভারতের ডাংগা পাড়া গ্রামের কুকুরজান রাজগঞ্জ এলাকার গরু ব্যবসায়ী নজরুল ইসলামের মেয়ে। মুন্না সুদেব পাড়া গ্রামের মোবারক হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুন্না ভারতে যাওয়া-আসার সুবাধে পরিচয় হয় তরুণীর পিতা নজরুল ইসলামের সঙ্গে। কিছুদিন আগে ওই পরিবারের সাথে কথা বলে শিবলীকে অবৈধপথে বাড়িতে নিয়ে আসেন তিনি। বিষয়টি প্রথম দিকে গোপন রাখলেও  পরে জানাজানি হয়।

মুন্না জানান, ভারতে আত্মীয় আছে সুবাদে যাওয়া আসা হয়। এতে প্রেমের সম্পর্ক গড়ে উঠে শিবলীর সাথে। পরে প্রস্তাবের মাধ্যমে ভারতে তাকে বিয়ে করি। পাসপোর্ট, ভিসা করে শিবলীকে বৈধপথে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে।

এলাকাবাসীর ধারণা, মুন্না তার শশুর নজরুল ইসলাম চোরাচালানের গরু ব্যবসা শক্তিশালী করতে সম্পর্ক স্থাপন করা হয়েছে। মুন্না স্থানীয় কাউকে দেখাতে পারেননি ওই তরুণীর পাসপোর্ট ভিসা।

অমরখানা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মানিক হোসেন জানান, মাস খানেক আগে মুন্না ভারতীয় মেয়ে নিয়ে এসে বিয়ে করেছে বলে শুনেছি। তারা বলছে, এখানে নাগরিকত্ব  হয়েছে। বিষয়টি আপনারা দেখেন।

ভিতরগর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিষয়ে কিছুই জানেন না।

 

 

বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর