আকার আর সেবার মান বাড়বে শিশু হাসপাতালের

১০ মার্চ ২০২১

বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসা সেবার মান বাড়বে, বাড়বে হাসপাতালটির আকারও। এজন্য বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন-২০২১ এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে।মঙ্গলবার (৯ মার্চ)  মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এই তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, শিশু হাসপাতালের ইনকিউবেটরের সংখ্যা বাড়াতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন,  শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশের পথ সুগম করতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন করা হয়েছে। বর্তমানের এক হাজার সিটের বাইরে হাসপাতালটিতে আরও ১০০ সিট বাড়ানো হবে। 

এমকে


মন্তব্য
জেলার খবর