ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে হঠাৎই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আনাগোনা করতে দেখা যাচ্ছে। রোববার (৬ আগস্ট) দুপুরে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন বলে জানা গেছে।
রোববার দুপুর আড়াইটায় তিনি ডিবি প্রধানের কার্যালয়ে যান। একাধিক সূত্র জানায়, সাইবার সংক্রান্ত সহযোগিতার জন্যই মূলত তিনি ডিবি কার্যালয়ে গিয়েছেন।
এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি নীরবে ফতুল্লা থানায় যান।
বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করে রাত ৯টার দিকে চলে যান। এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া জানান, সৌজন্য সাক্ষাৎ করার জন্য অপু বিশ্বাস এসেছিলেন। তাকে অবগত না করেই অনেকটা হঠাৎ করেই অপু বিশ্বাস থানায় এসেছেন। প্রায় ৩০ মিনিটের মতো সময় অতিবাহিত করে চলে গেছেন। ঢাকায় চাকরি করাকালীন সময় থেকেই তার সঙ্গে পরিচয় এবং সম্পর্কটা অনেকটা ভাই-বোনের মতো বলে তিনি জানান।