ইনজুরি যেন পিছু ছাড়ছে না জাতীয় দলের ক্রিকেটার সাইফুদ্দিনের। সম্ভবনা জাগানো
এ ক্রিকেটার চোটের কারণে দলের বাইরে রয়েছেন লম্বা সময় ধরে মাত্র ২৬ বছর বয়সী এ ক্রিকেটার।
এদিকে দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। বিশ্বকাপের আগেই হবে এ টুর্নামেন্ট। এবারের আসরে
থাকছেন না দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। এশিয়া কাপে তামিমকে অনেক মিস করবেন বলে
জানান তিনি।
সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল প্রসঙ্গে কথা বলতে গিয়ে তামিম বলেন, ‘এশিয়া
কাপে উনাকে মিস করবে দল। তারপরও দল আশাবাদী। বিশেষ করে তাওহীদ হৃদয়সহ আরও যারা তরুণ
ক্রিকেটার রয়েছেন সকলেই ভালো ফর্মে আছেন। তাছাড়া এশিয়া কাপে আমরা বরাবরই ভালো ফলাফল
করে আসছি। সব মিলিয়ে ভালো কিছু হবে বলে আশা করি।’
পিঠের সমস্যার জন্য শনিবার দেশ ছেড়েছেন এ পেসার। সাথে রয়েছেন বিসিবি চিকিৎসক
মনজুর আহমেদ। এছাড়া সফরসঙ্গী হিসেবে পেয়েছেন
পেসার অভিষেক দাস ও আশিকুর রহমানকে।
আরআই