বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ খেলছেন। সেখানে
ভালোই সময় পার করছেন তিনি। অলরাউন্ডিং পারফরমেন্সে দলকে শীর্ষে রেখেছেন তিনি। এরই এক
ফাঁকে লঙ্কান গায়িকা ইয়োহানি ডি সিলভার সাথে দেখা করেন। যিনি ২০২০ সালে ‘মানিকে মাগে
হিথে’ গান গেয়ে এশিয়ার বেশ কয়েকটি দেশে আলোড়ন তুলেছিলেন।
সাকিব ও ইয়োহানির সাক্ষাতের সেই ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে এলপিএল।
সেখানে ইয়োহানির প্রশ্নে শ্রীলঙ্কা সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা জানান সাকিব। শুরুতেই
সাকিবের কাছে লঙ্কা প্রিমিয়ার লিগ সম্পর্কে জানতে চান ইয়োহানি।
জবাবে সাকিব বলেন, ‘অনূর্ধ্ব-১৯ দলে খেলার সময় প্রথম শ্রীলঙ্কায় আসি। তবে
এলপিএলের সঙ্গে এবারই আমার প্রথম। আমি খুবই এক্সসাইটেড, দলও ভালো করছে।’
শ্রীলঙ্কার কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে ইয়োহানির এমন প্রশ্নের জবাবে
সাকিব বলেন, ‘শ্রীলঙ্কা খুবই অতিথি পরায়ণ। এখানকার মানুষগুলো বন্ধুত্বপূর্ণ। দেশটিও
সুন্দর।’
এরপর সাকিবকে গান গাওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন ইয়োহানি। তাকে বলা হয় ভারতীয়
কিংবদন্তি শিল্পী মোহাম্মদ রাফির ‘আজকা তেরে মেরে পেয়ার কে চার্চে’ গান গাইতে। সাকিবও
সুর মেলানে ইয়োহানির সঙ্গে। যদিও দুই লাইনের বেশি গাইতে হয়নি বিশ্বসেরা অলরাউন্ডারকে।’
আরআই