পেশাদার পুলিশ গড়ার কাজ চলছে: আইজিপি

১০ মার্চ ২০২১

গণতান্ত্রিক মূল্যবোধে সমন্বিত হয়ে ও পেশাদারিত্ব বজায় রেখে একটি পেশাদার পুলিশ গড়ার কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। মঙ্গলবার (৯ মার্চ) রাজধানীর মিরপুর-১৪ নম্বরে পুলিশ স্টাফ কলেজে এক  অনুষ্ঠানে এই কথা বলেন।

পুলিশ মহাপরিদর্শক আরও বলেন,  দেশের উন্নয়নের সঙ্গে পুলিশের উন্নয়ন প্রয়োজন। এটা একটা বড় চ্যালেঞ্জ। আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের পুলিশ হবো, যাতে জাতি দেশ ও মানুষের জন্য কাজ করতে পারি।  তিনি বলেন, পুলিশকে দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বেসিক অ্যাকাডেমিক কার্যক্রম আধুনিকায়ন করা হয়েছে, এর ফল জনগণ আগামী দুই বছরের মধ্যে পাবে।

পুলিশ প্রধান জানান, পুলিশ একটি আন্তর্জাতিক সার্ভিস। কোনও দেশকে পুলিশ ছাড়া কল্পনা করা যায় না। বাংলাদেশ সরকার পুলিশের সক্ষমতা বাড়াতে অনেক পদক্ষেপ নিয়েছে। পুলিশের কাছে জনগণের প্রত্যাশাও বাড়ছে। 

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মশিউর রহমান,পুলিশ স্টাফ কলেজের রেক্টর নাজিবুর রহমান ছাড়া, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমকে


মন্তব্য
জেলার খবর