আরও দু’দিন দেশের অনেক এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। ঝড়বৃষ্টি হতে পারে উপকূলীয় এলাকাসহ বেশ কিছু অঞ্চলে। বড় আশঙ্কার কথা, ভারী বৃষ্টি হলে চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে এমন কথা জানানো হয়েছে রোববার (৬ আগস্ট)।
এদিকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় দেশের চার সমুদ্রবন্দর- চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর এবং বেশিরভাগ নদীবন্দরকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশেই এখন কমবেশি বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া সংশ্লিষ্টরা।
এদিকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে রোববার বলা হয়েছে- বিভাগগুলোর মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহীর অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে দেশের কোথাও কোথাও।
বিডি/এন/এমকে