ইউরোপে রফতানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
০৬ অগাস্ট ২০২৩

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পোশাক রফতানির ক্ষেত্রে প্রবৃদ্ধির দিক থেকে শীর্ষে আছে বাংলাদেশ। সেখানে দেশের পোশাক রফতানি বেড়েছে ৩৫ দশমিক ৬৯ শতাংশ।

ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সর্বশেষ প্রতিবেদন বলছে এ কথা। প্রতিবেদনে ২০২২ সালের সঙ্গে ২০২১ সালের বাজার পরিস্থিতি তুলনা করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০৩ দশমিক শূন্য বিলিয়ন ডলারের পোশাক আমদানি করে ইইউ। এর মধ্যে বাংলাদেশ থেকে করেছে ২২ দশমিক ৮৯ বিলিয়ন ডলার। ২০২১ সালে বাংলাদেশ পোশাক রফতানি ছিল ১৬ দশমিক ৮৭ বিলিয়ন।

তথ্যমতে, পোশাক রফতানির ক্ষেত্রে বরাবরের মতোই শীর্ষে রয়েছে চীন। দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। ২০২২ সালে চীন রফতানি করেছে ২২ দশমিক ৮৯ বিলিয়ন ডলারের পোশাক। চীনের পোশাক রফতানি প্রবৃদ্ধি ১৭ দশমিক শূন্য শতাংশ। সেখানে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩৫ শতাংশের উপরে।

পোশাক রফতানিতে তৃতীয় অবস্থানে রয়েছে তুর্কি। দেশটি পোশাক রফতানি করেছে ১১ দশমিক ৯৮ বিলিয়ন ডলার। পোশাক রফতানির ক্ষেত্রে পঞ্চমে আছে ভিয়েতনামের নাম আর কম্বোডিয়া রয়েছে সপ্তম স্থানে।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর