মন্তব্য
দেশের সরকারি চাকুরেদের বিমার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়নে আলাদা স্বতন্ত্র বিমা কোম্পানি গঠন হবে। এ বিষয়ে মতামত চেয়ে সম্প্রতি সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়েছে, ইতোমধ্যেই একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বিমা কোম্পানি গঠনে বিমা বিশেষজ্ঞকে পরামর্শক হিসেবে নিয়োগের অনুমোদনও দেওয়া হয়। আগামী ২৭ আগস্টের মধ্যে সুস্পষ্ট মতামত ই-নথিতে পত্রজারির মাধ্যমে পাঠাতে বলা হয়েছে চিঠিতে।
বিডি/এন/এমকে